×
South Asian Languages:
রাশিয়া, 19 নভেম্বর 2012
রাশিয়ায় আজ স্তালিনগ্রাদ লড়াইয়ে সোভিয়েত বাহিনীর প্রতি-আক্রমণ শুরু হওয়ার ৭০তম বার্ষিকী পালিত হচ্ছে – এ ছিল বিশ্ব ইতিহাসের একটি বড় লড়াই, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিতে মৌলিক মোড়বদল শুরু করেছিল. ভোলগোগ্রাদে (স্তালিনগ্রাদের বর্তমান নাম) যোদ্ধাদের স্মৃতি-সমাধিস্থলে স্তালিনগ্রাদের রক্ষক বীর শহিদদের নাম লেখা স্মৃতিফলক বসানো শুরু হয়েছে. স্তালিনগ্রাদ লড়াইয়ের পুরো সময়ে সোভিয়েত ইউনিয়ন হারিয়েছিল প্রায় সাড়ে ছয় লক্ষ যোদ্ধা.
সত্তর বছর আগে এই দিনে এমন একটা ঘটনা ঘটেছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণামের অনেকটাই পূর্ব নির্দিষ্ট করে দিতে পেরেছিল. ১৯৪২ সালের ১৯শে নভেম্বর লাল ফৌজ স্তালিনগ্রাদ যুদ্ধে উল্টো দিকে আক্রমণ শুরু করেছিল. এই অপারেশনে জার্মান – ফ্যাসিস্ট বাহিনীর সেনা বাহিনী সম্পূর্ণ ভাবেই ধ্বংস হয়েছিল ও স্তালিনগ্রাদের দেওয়াল থেকেই ১৯৪৫ সালের মহান বিজয়ের পথের শুরু হয়েছিল.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
নভেম্বর 2012
ঘটনার সূচী
নভেম্বর 2012
18