বৃহস্পতিবারে এই অর্কেস্ট্রার অনুষ্ঠানে মস্কোর কনজারভেটরির সবচেয়ে বড় প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকরা বিপুল হর্ষধ্বনি করে রাশিয়াতে গণ প্রজাতন্ত্রী চিনের সাংস্কৃতিক উত্সবের সূচনাকে অভিনন্দন জানিয়েছেন. এই দলের প্রধান অর্কেস্ট্রা কণ্ডাক্টর ও আর্ট ডিরেক্টর চ্ঝেন সিয়াও ইন – মস্কোর কনজারভেটরির থেকেই পাশ করেছেন. তিনি চিনের সেরা কণ্ডাক্টরের পুরস্কার পেয়েছেন, এখানে চিনের সঙ্গীত রচয়িতা সুই চ্ঝেন মিন ও চ্ঝৌ লুন এর রচনা বাজানো হয়েছিল.