মধ্যপ্রাচ্যে রাশিয়ার ফিরে আসা. রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ইজরাইল, ফিলিস্তিন ও জর্দানে রাষ্ট্রীয় সফরকে এমনভাবেই মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা. আজকের দিনে পৃথিবীতে সবচেয়ে অস্থিরতায় জর্জরিত ভূখণ্ড হচ্ছে মধ্যপ্রাচ্য. একদিকে সিরিয়া একেবারে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে. অন্যদিকে ইরান- যা কিনে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের পরমাণু প্রকল্প নিয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য আশ্বস্ত করছে. সবশেষে রয়েছে সেই চিরকালব্যাপী আরব-ইসরাইল সংঘাত.