লন্ডনে ২৭শে জুলাই থেকে ১২ই জুন অনুষ্ঠিতব্য অলিম্পিকে রাশিয়া পদকপ্রাপ্তির তালিকায় প্রথম তিনটি দেশের মধ্যে যেতে চায়. রাশিয়ার আসল প্রতিদ্বন্দী হবে চীন, আমেরিকা, জার্মানী ও গ্রেট বৃটেন. ইংল্যান্ডের রাজধানীতে ৩৭টি ক্রীড়াবিভাগে মোট ৩০২টি স্বর্ণপদকের জন্য প্রতিযোগিতা হবে. রাশিয়ার জাতীয় দল রীতিমতো রাসভারী – প্রায় ৪৫০ ক্রীড়াবিদ. রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকোর মতে রাশিয়া ২০টিরও বেশি স্বর্ণপদক জয় করতে দৃঢ়প্রতিজ্ঞ.