×
South Asian Languages:
রাশিয়া, 3 জুন 2012
রাশিয়ার জনসংখ্যার প্রায় অর্ধাংশ ইন্টারনেট ব্যবহার করে. লেন্টা-রু জানিয়েছে যে, এমন তথ্য প্রকাশ করেছে টিএনএস গেলপ প্রতিষ্ঠান. টিএনএস গেলপের তথ্য অনুসারে, ২০১২ সালের এপ্রিল মাসে রাশিয়ায় ৭.১ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেছে. তাদের দুই তৃতীয়াংশ বড় শহরে বাস করেন. ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় অর্ধাংশ সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করেন.
রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)এর প্রতিনিধিরা আজ রোববার সেন্ট পিটার্সবার্গে ২৯ তম রাশিয়া-ইইউ সম্মেলন উপলক্ষ্যে এক সাক্ষাতে মিলিত হবেন. ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করছেন ইইউ প্রেসিডেন্ট হেরমান ফন রম্পেই ও ইইউ কমিশনের প্রেসিডেন্ট জোজে মানুয়েল বারোসো. আজ বিকেলে এক নৈশভোজের মধ্য দিয়ে অনানুষ্ঠানিকভাবে রাশিয়া-ইইউ পক্ষের মাঝে আলোচনা শুরু হবে.
জুন 2012
ঘটনার সূচী
জুন 2012