খ্রীষ্ট ধর্মের একটি বর্ণময় উত্সব পক্ষ শুরু হচ্ছে এই বছরে ২০ ফেব্রুয়ারী থেকে, চলবে ২৬ অবধি. ধর্মীয় মত অনুযায়ী এর পরে সাত সপ্তাহ ধরে খুবই কঠোর সংযমের সঙ্গে পবিত্র উপাসনা, যা চলবে যীশু খ্রীষ্টের পুনর্জীবন লাভের আনন্দোত্সব উপলক্ষে এপ্রিল মাসের ইস্টার পর্ব পর্যন্ত, তা শুরুর আগে জাগতিক পাপের জন্য ক্ষমা প্রার্থনার সপ্তাহ হিসাবে.