×
South Asian Languages:
রাশিয়া, 22 মে 2011
গত সপ্তাহের আলোচিত সংবাদগুলোর মধ্যে অবশ্যই শীর্ষ অবস্থানে ছিল উদ্ভাবনী কেন্দ্র স্কোলকভায় রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সংবাদ সম্মেলন।রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ৮০০ জন সাংবাদিক ঐ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।প্রায় আড়াই ঘন্টার সংবাদ সম্মেলনে মেদভেদেভ ৪০টিরও বেশী প্রশ্নের উত্তর দেন।গনমাধ্যমগুলোর কাছে সবচেয়ে আগ্রহের যে বিষয়টি ছিল তা হচ্ছেঃআগামী প্রেসিডেন্ট নির্বাচনে দিমিত্রি মেদভেদেভ অংশ গ্রহন করবেন কি না?
আগামী ১ জুন থেকে রাশিয়া বাংক ২৫ রুবলের রৌপ্য মুদ্রা চালু করতে যাচ্ছে।ঐ  রৌপ্য মুদ্রায় সেন্ট-পিটার্সবার্গের উপকন্ঠের পাভলোভ শহরের  রাজপ্রসাদ প্রাঙ্গণের ছবি থাকছে।মুদ্রায় ব্যয়বহুল ধাতু ৫৫.৫ গ্রাম এবং মিশ্রন ধাতু ৯২৫ গ্রাম ব্যবহার করা হয়েছে।গোলাকৃতি ঐ মুদ্রার আয়তন হচ্ছে ৬০ মিলিমিটার।
মে 2011
ঘটনার সূচী
মে 2011
21