১২ ফেব্রুয়ারী সন্ধ্যায় মস্কোর ভনুকোভা বিমান বন্দরে ইজিপ্টের খুরগাদা থেকে আসা এক বিমানে চড়ে শেষ রুশ পর্যটকদের দল ফিরেছে. রসট্যুরিজম সংস্থার প্রতিনিধি ওলেগ মোসেয়েভ ইন্টার ফ্যাক্স সংস্থাকে জানিয়েছেন যে, এই বিমানে চড়ে প্রায় ২০০ জন পিরে এসেছেন, যারা দল করে বেড়াতে গিয়েছিলেন, হতে পারে কোন একক পর্যটক এখনও ওই দেশে থেকে গিয়েছেন.