রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ স্থানীয় প্রশাসনকে, রাষ্ট্রীয় কেন্দ্রীয় প্রশাসনের মতই নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নে কাজ করতে বলেছেন. এই বিষয়ে দেশের নেতা তাঁর টুইটার সাইটের পাতায় লিখেছেন. ১১ই ফেব্রুয়ারী সকালে মেদভেদেভ নিজেই নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কাজে সময় ব্যয় করেছেন, তিনি মস্কোর ভনুকোভা -১ বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থা কি রকম তা পরীক্ষা করতে গিয়েছিলেন.