×
South Asian Languages:
রাশিয়া, 16 নভেম্বর 2010
"আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য ও আমাদের গর্ব"! এই স্লোগান নিয়ে অক্টোবর মাসে রাশিয়ার গণমৈত্রী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে শিক্ষক ও ছাত্রছাত্রীদের উদ্যোগে বাংলাদেশের লোক সংস্কৃতি দিবস. এই উত্সবের আয়োজন করেছিল গণমৈত্রী বিশ্ববিদ্যালয়ে পাঠরত বাংলাদেশের ছাত্র ছাত্রীরা. অতিথিদের মধ্যে ছিল আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও রাশিয়ার বহু ছাত্র ছাত্রী.
প্রাকৃতিক গ্যাসের চাহিদা আগামী কয়েক বছরে বিশ্বে খুবই বেশী করে বাড়বে. এটা ইউরোপ ও বিশেষ করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ গুলিতে হবে. মঙ্গলবারে মস্কো শহরে "রাশিয়ার গ্যাস" নামক সম্মেলনে বিশ্বের এই ধরনের কোম্পানী গুলির নেতৃত্ব এই সিদ্ধান্তে পৌঁছেছেন. এটা রাশিয়ার জন্য নতুন আহ্বান – যারা বিশ্বে প্রাকৃতিক গ্যাস সরবরাহের বিষয়ে এক নম্বর জায়গায় রয়েছে.
আজ মস্কোর ক্রেমলিনে রাশিয়ার রাষ্ট্রপতি সেপ্টেম্বর মাসে চরম অবস্থায় দূর্ঘটনা গ্রস্থ টি ইউ যাত্রী বাহী বিমানের কোমি (রাশিয়ার উত্তরে)অঞ্চলে নিরাপদ অবতরণের জন্য চালক ও বিমান সেবিকাদের রাষ্ট্রীয় পদক পুরস্কার দেবেন. এই বিমান চালকদের দলটির শৌর্য ও পেশাদারীত্বের জন্য বিমানের ৭২ জন যাত্রীর মধ্যে কেউ ক্ষতিগ্রস্থ হন নি. যাত্রীদের মধ্যে একজন সন্তানসম্ভবা নারী ও তিনটি শিশুও ছিল.
রাশিয়ার রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ আজ রাশিয়ার মুসলমানদের কুরবান বৈরাম উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন. এই সম্বন্ধে ক্রেমলিনের তথ্য সম্প্রচার দপ্তর থেকে জানানো হয়েছে. অভিনন্দন বার্তায় অংশতঃ বলা হয়েছে যে, "বিভিন্ন প্রজাতি, ধর্মোপাসনা ও সংস্কৃতির মধ্যে সুপ্রতিবেশী সুলভ মনোভাব আমাদের দেশের ঐতিহ্য ও তার গভীর ঐতিহাসিক মূল রয়েছে এবং এই বিষয় সংরক্ষণে একটি প্রধান ভূমিকা রাশিয়ার বহু লক্ষ মুসলমান সমাজ পালন করে চলেছে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
নভেম্বর 2010
ঘটনার সূচী
নভেম্বর 2010
8
12