×
South Asian Languages:
রাশিয়া, 13 জুলাই 2010
রাষ্ট্রসংঘে রাশিয়ার পক্ষ থেকে স্থায়ী প্রতিনিধি ভিতালি চুরকিন বিশ্বাস করেন যে, ইরানের বিরুদ্ধে নেওয়া নিষেধাজ্ঞা প্রয়োজনীয় ফল দিতে পারে ও ছয় দেশের প্রতিনিধি দলের সঙ্গে আবার আলোচনা শুরু করার পথ হতে পারে. রাষ্ট্রসংঘের উন্নতি সম্বন্ধে বলতে গিয়ে ভিতালি চুরকিন উল্লেখ করেছেন যে, বর্তমানের ব্যবস্থাতে বিশেষ করে গুরুত্বপূর্ণ হল এই সংস্থার ক্ষমতা সম্বন্ধে আবার মূল্যায়ণ করা.
বিশ্বের অস্ত্রের বাজারে বর্তমানে চীন রাশিয়ার বড় প্রতিযোগী হয়ে উঠছে. চীনের তৈরী অস্ত্রের সঙ্গে রাশিয়াকে সেই সমস্ত বাজারে আরও বেশী করে প্রতিযোগিতায় নামতে হচ্ছে, যেখানে আগে রাশিয়া সবটা নিজের মনে করত.     এই ঘটনা রাশিয়ার অস্ত্র উত্পাদকেরা লক্ষ্য করছেন, তাদের মধ্যে আধুনিক ও উচ্চ প্রযুক্তি যুক্ত অস্ত্রের উত্পাদকেরাও আছেন.
ইরানের পারমানবিক পরিকল্পনা নিয়ে যে সমস্যা উদ্ভব হয়েছে তা বর্তমানের আন্তর্জাতিক পারমানবিক অস্ত্র নিরোধ সংক্রান্ত ব্যবস্থার মধ্যে লুকোনো সমস্যা. রাশিয়ার রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত দের ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় রাশিয়ার পক্ষ থেকে যাঁরা প্রতিনিধিত্ব করেন, তাঁদের সঙ্গে এক সভাতে ঘোষণা করেছেন. বিষয় টি বিশদ করে লিখেছেন আমাদের সমীক্ষক ভিক্তর এনিকিয়েভ.
এই নিয়ে ষষ্ঠবার এই উত্সবের আয়োজন হয়েছিল. সাইবেরিয়াতে এর নাম দেওয়া হয়েছিল বিশ্বের আত্মা. তাতে ১৫০ জন শিল্পী রাশিয়া, ভারত, সের্বিয়া, চেখ ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অংশ নিয়েছিলেন. সবচেয়ে পরিবেশ সংরক্ষণ বিষয়ে উপযুক্ত পুতুল নাচ ভারতের শিল্পীরা তাঁদের ছোট্ট নীল গ্রহ নামের পুতুল নাচের মাধ্যমে দেখিয়েছেন বলে সমালোচক ও দর্শকেরা একমত.
রাষ্ট্রপতির আবহাওয়া উপদেষ্টা আলেকজান্ডার বেরদিতস্কি এই খবর দিয়েছেন. রাশিয়ার ইউরোপীয় অংশের কেন্দ্রের ১৪টি অঞ্চলে ভীষণ গরম পড়েছে. খরায় ৯ মিলিয়ন হেক্টর জমির ফসল জ্বলে গেছে. কৃষকেরা বলছেন যে, খরার করণে তাঁরা ঋণ শোধ করতে সক্ষম হবেন না. মস্কোতেও বৃষ্টি না হয়ে গরম চলছে. প্রধান অনাময় চিকিত্সক গেন্নাদি অনিশেঙ্কো বলেছেন কয়েকটি দক্ষিণের দেশের মতই রাশিয়াতে দুপুরের পর বিশ্রামের ব্যবস্থা করতে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
জুলাই 2010
ঘটনার সূচী
জুলাই 2010
10