অন্ধ্র প্রদেশ রাজ্যে পরিস্থিতি আবারও ভারতের সংবাদপত্রগুলির প্রথম পাতায় উঠে এসেছে. ২৮শে জানুয়ারী সেই সময় সীমা পার হয়েছে, যে সময়ের মধ্যে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী সুশীল কুমার শিন্ডে আশ্বাস দিয়েছিলেন রাজ্যের দশটি জেলাকে, যেগুলি ঐতিহাসিক ভাবে তেলেঙ্গানা নামে পরিচিত, তাদের আলাদা রাজ্যের মর্যাদা দেওয়ার. সিদ্ধান্ত আবার করে পিছিয়ে দেওয়া হয়েছে.