×
South Asian Languages:
রাজনীতি 5 জানুয়ারী 2013
গাজা নিয়ন্ত্রণকারী হামাস ফিলিস্তিনিদের প্রাচীন সংগঠন ফাতাহকে তাদের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত পাঁচবছর পর এই প্রথম গাজায় সমাবেশ করার অনুমতি দিয়েছে. ২০০৭ সালের জুনে ফাতাহকে গাজা থেকে উচ্ছেদ করার পর এই প্রথম এ সংগঠনকে সেখানে সমাবেশ করার অনুমতি দেয়া হলো. আয়োজককারীরা জানায়, অন্তত ২ লাখ সমর্থক সমাবেশে অংশ নিয়েছে.
জানুয়ারী 2013
ঘটনার সূচী
জানুয়ারী 2013