×
South Asian Languages:
রাজনীতি 2 জানুয়ারী 2013
চীনা সরকার "নিউইয়র্ক টাইমস" পত্রিকার প্রতিনিধির ভিসার মেয়াদ ২০১৩ সাল পর্যন্ত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে. ক্রিস বাকলি নামের ওই সাংবাদিক ৩১শে ডিসেম্বর চীন ত্যাগ করেছেন. "নিউইয়র্ক টাইমস" পত্রিকার ওয়েবসাইটে এ খবর জানানো হয়েছে. উল্লেখ্য, ক্রিস বাকলি ১ দশকেরও বেশি সময় ধরে "নিউইয়র্ক টাইমস"  এর  চীনা প্রতিনিধি হিসেবে কাজ করছেন.
উগ্রপন্থি ইসলামিক গ্রুপের কর্মীদের আটককে কেন্দ্র করে ইসরাইলি সেনাবাহিনীর সদস্যদের সাথে এক সংঘর্ষে অন্তত ৩০ জন ফিলিস্তিনি আহত হয়েছে. জর্দান নদীর পশ্চিম প্রান্তে তাম্মুন গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটে. স্থানীয় সংবাদসংস্থা মান জানায়, ইসরাইলি সেনাবাহিনীর কর্মীরা রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করলে এ হতাহতের ঘটনা ঘটে.
পাকিস্তানে মঙ্গলবার দুটি পৃথক হামলায় ৯ জন নিহত ও ৬০ জনেরও অধিক আহত হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তাসংস্থা
জানুয়ারী 2013
ঘটনার সূচী
জানুয়ারী 2013