সিরিয়া যুদ্ধের পরিস্থিতিতে রয়েছে – মঙ্গলবারে সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আসাদ এই মন্তব্য করেছেন. জয়লাভ করার জন্য যথাসাধ্য উদ্যোগ প্রয়োগ করতে হবে, বলেছেন তিনি. আসাদ ঘোষণা করেছেন, যে সিরিয়ার বিরূদ্ধে যে সব শত্রুরা লড়াই করছে, তারা সন্ত্রাসবাদী. তিনি সেইসাথেই পশ্চিমী দেশগুলির তার পদত্যাগের দাবী প্রত্যাখ্যান করেছেন.