×
South Asian Languages:
রাজনীতি 17 জুন 2012
গত সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরোভ সংক্ষিপ্ত সফরে ইরান ও আফগানিস্তান গিয়েছিলেন. তেহরানে ইরানি কর্তৃপক্ষের সাথে অনুষ্ঠিত বৈঠকে দুটি আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন. মস্কোতে আসন্ন ছয় জাতি বৈঠক আয়োজনের প্রস্তুতি ও সিরিয়া সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনে ইরানের অংশগ্রহণ. উল্লেখ্য, মস্কো এ সম্মেলন আয়োজনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে. আঞ্চলিক সম্মেলনের অংশ হিসেবে সেরগেই ল্যাভরোভ আফগানিস্তান সফর করেছেন.
পাকিস্তানে শনিবার দুটি পৃথক বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে. এছাড়া এ ঘটনায় অন্তত ৭০ জন আহত হয়েছে. বার্তাসংস্থা ইটার-তাস এ খবর জানিয়েছে. প্রথম বিস্ফোরণটি ঘটে আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর পশ্চিমাঞ্চলীয় লান্ডি কোটাল শহরের প্রানকেন্দ্রের একটি বাজারে. বাসস্ট্যান্ডের পাশে পার্কিংয়ে থাকা একটি গাড়িতে পূর্বে রেখে দেওয়া বোমার বিস্ফোরণ ঘটে. ২য় বোমা হামলা চালানো হয় উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকার কোহাত শহরে.
জাতিসংঘ পর্যবেক্ষক দল শনিবার সিরিয়ায় তাঁদের শান্তি মিশনের সব ধরণের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে. শান্তি মিশনের প্রধান জেনারেল রবার্ট মুড বলেন, সহিংসতা অব্যাহতভাবে চলতে থাকায় তারা সিরিয়ায় মিশনের সব কার্যক্রম স্থগিত করছে. সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘ শান্তি মিশনের সব সদস্যরা বর্তমানে নিজ নিজ অবস্থানে পরবর্তী নির্দেশের অপেক্ষা করছেন.
জুন 2012
ঘটনার সূচী
জুন 2012