রাশিয়াতে ২৩শে ফেব্রুয়ারী পালন করা হচ্ছে পিতৃ ভূমির রক্ষী দিবস – দেশের একটি সবচেয়ে মর্যাদা সম্পন্ন উত্সবের দিন. এই দিনে রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ আনুষ্ঠানিক ভাবে অজানা মৃত সৈনিকদের কবরে পুষ্প মাল্য অর্পণ করেছেন ও সামরিক বীরত্বের গৌরব পদক প্রদান করেছেন লমনোসভ, কভরোভ, তাগানরোগ ও পেত্রোপাভলভস্ক- কামচাত্কা শহর গুলিকে.