ইউরোপীয় সংঘের কূটনীতি দপ্তরের প্রধান ক্যাথরিন এ্যাশটন জানিয়েছেন, যে এখনো পর্যন্ত বিশ্ব জনসমাজের সাথে আলাপ-আলোচনা নতুন করে শুরু করার জন্য ইরানকে পাঠানো আমন্ত্রণের জবাব তিনি পাননি. তিনি উল্লেখ করেছেন, যে আলাপ-আলোচনার জন্য ইরানের সামনে দরজা খোলা. গত অক্টোবরে এ্যাশটন ছয়পক্ষ(রাশিয়া, আমেরিকা, বৃটেন, জার্মানী, ফ্রান্স ও চীনের) তরফ থেকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব সাইদ জলিলকে চিঠি পাঠিয়েছিলেন.