×
South Asian Languages:
রাজনীতি 11 জুন 2011
রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন অনানুষ্ঠানিক সাক্ষাতে মিলিত হয়েছেন । প্রেসিডেন্টের প্রেস সচিব আজ সাংবাদিকদের এ কথা জানান.শনিবার দুই নেতার ঐ সাক্ষাতের সময় রুশ ফেডারেশনের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সংবাদে বলা হয় যে,অনানুষ্ঠানিকভাবেই তাদের আলোচনা হয়েছে।তাছাড়া মেদভেদেভ ও পুতিন একসাথে সাইক্লিইং করেছেন এবং ব্যাটমিন্টন খেলেছেন।  
ইরাকের মসুল শহরের শনিবার একটি জনবহুল  সড়কে   পূর্বে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটলে ৪ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে।স্থানীয় পুলিশ কর্মকর্তারা এই সংবাদ জানিয়েছে।ঘটস্থালের ঐ সড়কে দুই পাশেই অনেক রেস্টুরেন্ট,সিনেমা হল ও সরকারি প্রতিষ্ঠান রয়েছে।রাজধানী বাগদাদের ৩৯০ কিলোমিটার পূর্বে মসুল শহরের অবস্থান।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হোস্ত প্রদেশে আজ আত্বঘাতী বোমা হামলায় অন্তত ৩ জন নিহত ও ২০ জনেরও অধিক আহত হয়েছে।পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা জানায়,আত্বঘাতী হামলাকারী গোয়েন্দা পুলিশ ফোর্স ফাঁড়ির কাছে বোমার বিস্ফোরণ ঘটায়।পুলিশ আরও জানায় যে,হামলাকারীর লক্ষ্যবস্তু ছিল হয়ত গোয়েন্দা পুলিশের শীর্ষ কর্মকর্তা।
বিক্ষোভ আন্দোলনকারীদের প্রতি সিরিয়া সরকারের বর্তমান অবস্থানের পেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবশ্যই একটি নিষেধাজ্ঞা প্রস্তাব গ্রহন করা উচিত।শুক্রবার বিকেলে
জুন 2011
ঘটনার সূচী
জুন 2011