কায়রো শহরের নাটকীয় ঘটনা ভাবতে বাধ্য করছে যে ইজিপ্ট বর্তমানে গৃহযুদ্ধের সম্মুখীণ হয়েছে. ২৫শে জানুয়ারী থেকে ইজিপ্টের সমস্যা এই রকম একটা চিত্রনাট্য অনুযায়ী হয়েছে: প্রতিদিনের সঙ্গে প্রশাসনের বিরোধীরা চাপ বাড়াচ্ছিল, দেশের রাস্তায় লক্ষ মানুষকে বার করে এনে. ২রা ফেব্রুয়ারী পট পাল্টে গিয়েছে, এর আগে পর্যন্ত তাই চলছিল. বুধবারে নিজেদের উপস্থিতি ঘোষণা করেছে রাষ্ট্রপতি হোসনি মুবারকের সমর্থকেরা.