×
South Asian Languages:
রাজনীতি 24 আগষ্ট 2010
জল – জীবন ঠিকই, কিন্তু যখন জল অনেক বেশী – তখন তা মৃত্যু ও ধ্বংসের দূতও হতে পারে. রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী পাকিস্থানে অতুলনীয় বন্যায় প্রায় ২ কোটি লোক ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদের মধ্যে ষাট লক্ষের জন্য প্রয়োজন অনতিবিলম্বে মানবিক সাহায্য. মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দেড় হাজারেরও বেশী. বন্যা পাকিস্থানের অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ আঘাত হেনেছে.
ইস্রাইল প্যালেস্টাইনী গাজা অঞ্চলে বিদ্যুত্শক্তির সরবরাহ বাড়াতে অস্বীকার করেছে. এ সম্বন্ধে নিকট প্রাচ্য মধ্যস্থ “ চতুষ্ঠয়ের ” (রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, রাষ্ট্রসঙ্ঘ ও ইউরোসঙ্ঘ) বিশেষ প্রতিনিধি টনি ব্লেয়ারের সাথে আলাপে বলেছেন উপ-প্রধানমন্ত্রী সিলভান শালোম. শালোমের কথায়, এ পদক্ষেপ গাজা অঞ্চলে ক্ষমতাসীন “ হামাস ” আন্দোলনের স্থিতি শুধু সুদৃঢ়ই করবে, যাকে তেল-আভিভ সন্ত্রাসবাদী সংস্থা বলে মনে করে.
আগষ্ট 2010
ঘটনার সূচী
আগষ্ট 2010