ওরেনবুর্গ শহরে সোচী – ২০১৪ অলিম্পিকের প্রতীক প্রথমে বয়ে নিয়ে যাওয়ার মর্যাদা পেয়েছেন সিডনি শহরে ২৭তম অলিম্পিক গেমসে তিন মিটার উঁচু ট্রাম্পলিন থেকে একসাথে ডাইভ দেওয়াতে রৌপ্য পদক বিজয়ী আলেকজান্ডার দবরোস্কক. তাঁর পরে এই মশাল নিয়ে দৌড়বেন আরও ২০২ জন মশাল বাহক. এখানে রিলে রেসের শেষে শহরের খেলাধূলার কমপ্লেক্সে শহরের অলিম্পিকের মশালে আগুন জ্বালানোর অনুষ্ঠান হতে চলেছে.
রাশিয়ার অলিম্পিকের আগুন নব্বইতম শহর ওরেনবুর্গ পৌঁছেছে

Photo: Ria Novosti
রবিবারে অলিম্পিকের আগুন উরাল পর্ব্বতমালার কাছে থাকা ওরেনবুর্গ শহরে পৌঁছেছে. সোচী অলিম্পিকের মশাল বয়ে নিয়ে যাওয়ার পথে এটি দেশের নব্বইতম শহর.ওরেনবুর্গ শহরে মশাল দৌড়ের সময়ে "উরাল" নদীর উপর দিয়ে পায়ে চলা সেতু পার হবে, যে সেতু দিয়ে "ইউরোপ থেকে এশিয়ার" ভৌগলিক সীমায় যাওয়া সম্ভব হয়.