এর্দোগান, যাঁর সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী, বিদ্যুত্শক্তি ও প্রাকৃতিক সম্পদ সংক্রান্ত মন্ত্রী এবং অর্থনীতি মন্ত্রী, অংশগ্রহণ করবেন উচ্চ পর্যায়ে সহযোগিতা পরিষদের বৈঠকে, উল্লেখ করেছে “ওয়ার্ল্ড ব্যুলেটিন” ইন্টারনেট-পোর্টাল. তার তথ্য অনুযায়ী, বৈঠকে বিদ্যুত্শক্তি, অর্থনীতি এবং পর্যটনের ক্ষেত্রে দু দেশের সহযোগিতার প্রশ্ন আলোচনার পরিকল্পনা আছে. “ওয়ার্ল্ড ব্যুলেটিনের” তথ্য অনুযায়ী, তুরস্কের প্রধানমন্ত্রী রাশিয়ায় সফরের সময় দ্বিপাক্ষিক প্রশ্ন ছাড়াও আলোচনা করতে চান সিরিয়ার সঙ্কট, ইরানের পারমাণবিক সমস্যা, মিশরের ঘটনাবলি.
তুরস্কের প্রধানমন্ত্রী ২১শে নভেম্বর রাশিয়ায় আসবেন – প্রচার মাধ্যম

Photo: EPA
তুরস্কের প্রধানমন্ত্রী রেজেপ তাইইপ এর্দোগান ২১শে নভেম্বর রাশিয়ায় আসবেন দু দিনের সরকারী সফরে, শুক্রবার জানিয়েছে তুরস্কের প্রচার মাধ্যম.