হজরত্ মুহম্মদের নাতনী এবং ইমাম আলি-র মেয়ের কবর যে ভবনে অবস্থিত, তার যথেষ্ট বৈষয়িক ক্ষতি হয়েছে, জানিয়েছে “সুরিয়া” টেলি-স্টেশন.এ ঘটনার ফলে দশ জনের বেশি আহত হয়েছে, তাদের মধ্য পাঁচজন শিশু. তাছাড়া গুলি বর্ষণ করা হয়েছে সিরিয়ার রাজধানীর জেরমানা উপকণ্ঠ এবং বাণিজ্য-এলাকা কাসাআ, যেখানে একজন নিহত ও সাত জন আহত হয়েছে.দামাস্কাসের কেন্দ্রাঞ্চলে বেব-তুমা খৃষ্টান পাড়ায় গোলা এসে পড়ে স্কুল ভবনে, তবে কোনো শিশু ক্ষতিগ্রস্ত হয় নি.
জঙ্গীরা দামাস্কাসের উপকণ্ঠে শিয়া মসজিদ এবং খৃষ্টান পাড়ায় স্কুলে মর্টারের গুলি বর্ষণ করেছে – প্রচার মাধ্যম

Photo: EPA
সিরিয়ায় সশস্ত্র চরমপন্থীরা বৃহস্পতিবার দামাস্কাসের উপকণ্ঠে সেইদা জেইনাবশিয়া মসজিদের উপর মর্টারের গুলি বর্ষণ করেছে.