তুরস্কের সরকার রকেটবিরোধী প্রতিরক্ষার সম্ভাবনা থাকা ১২টি মাঝারী ও দূর পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার টেন্ডার ৩১শে অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে. এইভাবে, ২৬শে সেপ্টেম্বর ঘোষিত এ প্রতিদ্বন্দ্বিতার চাঞ্চল্যকর ফলাফল বাতিল করা হচ্ছে, যাতে জয়লাভ করেছিল চীনের সি.পি.এম.আই.ই.সি আমদানি ও রপ্তানি কোম্পানির জে.পি.সি এইচ.কিউ-৯. এ টেন্ডার পরিচালিত হবে রাশিয়ার অংশগ্রহণ ছড়াই. এ সম্বন্ধে জানিয়েছে তুরস্কের “মিলেট” পত্রিকা এবং রাশিয়ার “ভেদোমস্তি” পত্রিকা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেতৃবৃন্দের ঘনিষ্ঠ এক সূত্রের উদ্ধৃতি দিয়ে. রাশিয়ার রসআবারোনএক্সপোর্ত তুরস্কের এ টেন্ডারে অংশগ্রহণ করেছিল “এস-৩০০ ভে.এম”“আন্তেই-২৫০০” ব্যবস্থা প্রস্তাব করে, কিন্তু টেন্ডারের প্রলম্বন – বাস্তবিকপক্ষে নতুন টেন্ডারে রাশিয়া অংশগ্রহণ করবে না. রাশিয়ার “ভেদোমস্তি” পত্রিকাকে রাশিয়ার রাষ্ট্রীয় মধ্যস্থ জানিয়েছেন যে, তা তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শেষ টেন্ডার-দলিলে উল্লেখ করা হয়েছে. টেন্ডারে চীনের জয়লাভের ঘোষণা তুরস্কের উপর চাপ সৃষ্টি করেছে ন্যাটো জোটে পশ্চিমী মিত্র দেশগুলির তরফ থেকে.
তুরস্ক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টেন্ডার বাতিল করেছে, যাতে জয়লাভ করেছে চীন

© Photo: ru.wikipedia.org/Vitaly V. Kuzmin/сс-by-sa 3.0
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ন্যাটো জোটের চাপে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি থেকে আকাশ প্রতিরক্ষার রকেট ব্যবস্থা সরবরাহ সম্বন্ধে আলাপ-আলোচনা চালিয়ে যাবে.