‘এ্যাসোশিয়েটেড প্রেস’ সংবাদসংস্থার বক্তব্য অনুযায়ী, মার্কিনী প্রতিরক্ষা মন্ত্রক এই মুহুর্তে বিভিন্ন সম্ভাব্য চিত্রনাট্যের হিসাবনিকাশ করছে, সিরিয়ার উপর সমরাঘাতও তার অন্তর্ভুক্ত. আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল সামরিক আঘাত হানতে হলে জোর দিয়েছেন বিশ্ব জনসমাজের সমর্থনপ্রাপ্তি ও আন্তর্জাতিক আইনবিধি লঙ্ঘন না করার ওপর.
রাষ্ট্রপতির অনুমতিক্রমে মার্কিনী সেনাবাহিনী সিরিয়ায় যুদ্ধের চিত্রনাট্য রূপায়িত করতে প্রস্তুত

photo: EPA
আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রক থেকে করা ঘোষণার উদ্ধৃতি দিয়ে ‘রয়টার’ জানাচ্ছে, যে আমেরিকার সশস্ত্রবাহিনী সিরিয়ায় সামরিক চিত্রনাট্য রূপায়িত করতে তৈরী, যদি মার্কিনী রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া যায়.