ফলে অন্ততপক্ষে ৩৫ জন নিহত হয়েছে, জানিয়েছে “আই.বি.এন” টেলি-চ্যানেল. এ ঘটনাটি ঘটেছে সাহারশা জেলার ধামারা রেল-স্টেশনের কাছে. ট্রেনটি যাচ্ছিল রাজধানী পাটনায়. প্রায় ৩০ গুরুতরভাবে আহত হয়েছে. নিহতদের সংখ্যা দু গুণ বাড়তে পারে. এ বিপর্যয়ে নিহতরা ছিল হিন্দু তীর্থযাত্রা, যারা যাচ্ছিল কাত্যায়নী দেবীর মন্দিরে. এ ঘটনার পরে বেশ কিছু সময় ধরে অ্যাম্বুলেন্স অকুস্থলে পৌঁছোতে পারে নি বহু লোকের ভিড়ের জন্য. টেলি-চ্যানেলের তথ্য অনুযায়ী, ক্রুদ্ধ লোকেরা ট্রেনে আগুন লাগায়, কর্তৃপক্ষের প্রতিনিধিদের তাড়িয়ে দেয় এবং এমনকি তাদের কয়েকজনকে আক্রমণেও করে.
ভারতে ট্রেন লোকের ভীড়-কে চাপা দিয়েছে, ৩৫ জন নিহত - টিভি

ভারতে বিহার রাজ্যে সোমবার একটি প্যাসেঞ্জার-ট্রেন অন্য ট্রেন থেকে নামা লোকের ভীড়-কে চাপা দেয়.