জানিয়েছে “ফ্রান্স প্রেস” সংবাদ এজেন্সি. মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র “বি.বি.সি”-কে জানিয়েছে যে, অভিযান শুরু করার কথা ছিল ভোরবেলায়, কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কোনো সক্রিয়তা প্রকাশ করে নি. ইস্লামপন্থী বিরোধীপক্ষের শিবির অবস্থিত শহরের পূর্বাঞ্চলে রাবা আল-আদাভিয়া মসজিদের কাছে এবং শহরের পশ্চিমাঞ্চলে আন-নাহদা স্কোয়ারে. “ভাই মুসলমান” আন্দোলন, যার অন্তর্ভুক্ত মুহাম্মেদ মুর্সি, আগে সতর্ক করে দিয়েছিল যে, রক্তপাত সম্ভব. ৩রা জুলাই থেকে, যেদিন মুর্সিকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছিল, মিশরে সঙ্ঘর্ষে নিহত হয়েছে ২৫০ জনের উপর, প্রধাণত মুর্সির পক্ষসমর্থকরা. এর প্রাক্কালে “ভাই মুসলমান” আন্দোলন সারা মিশরে নিজের পক্ষসমর্থকদের সমাবেশের কথা ঘোষণা করেছিল, যাতে “রাষ্ট্রীয় কুদেতার নেতাদের” বিরুদ্ধে “বিপ্লব চালিয়ে যাওয়া যায়”. তারা রাস্তায় প্রতিবাদ আন্দোলন চালিয়ে যেতে চায়. শুক্রবার “ভাই মুসলমান” আন্দোলনের প্রতিনিধিরা কায়রো-তে তহরির স্কোয়ার অধিকারের জন্য প্রস্তুত হচ্ছে.
মিশরের কর্তৃপক্ষ কায়রো-তে প্রতিবাদ শিবির ছত্রভঙ্গ করতে চায়

Фото: EPA
মিশরের কর্তৃপক্ষ সোমবার কায়রো-তে অপসারিত রাষ্ট্রপতি মুর্সির পক্ষসমর্থকদের দুটি শিবির ছত্রভঙ্গ করতে চায়,