পররাষ্ট্র দপ্তর থেকে করা ঘোষণায় বলা হয়েছে যে, এই সাক্ষাত্কার হয়েছে হোয়াইট হাউসের তরফ থেকে বারাক ওবামার মস্কো সফর ও পরিকল্পিত রুশ – মার্কিন শীর্ষ সম্মেলন বাতিল ঘোষণার আগে. মার্কিন গুপ্তচর সংস্থার প্রাক্তন কর্মী এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়াতে সাময়িক রাজনৈতিক আশ্রয় দেওয়াকে এই সফর বাতিলের কারণ বলে ঘোষণা করা হয়েছে.
রুশ-মার্কিন কূটনীতিবিদদের মধ্যে আলোচনা হয়েছে

Photo: Ria Novosti
রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদেরা দুই দেশের মন্ত্রী পর্যায়ে সাক্ষাত্কারের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন. রাশিয়ার উপ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই রিয়াবকভ মস্কো শহরে মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফলের সঙ্গে আগামী ৯ই আগষ্ট ওয়াশিংটনে রুশ পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীদের তাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রের সহকর্মীদের সাক্ষাত্কারের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন.