কম্পিউটার নিরাপত্তার বিষয়ে রাশিয়া সহ সারা বিশ্বের অন্যতম বৃহত্ সংস্থা – ‘কাসপেরস্কিজ ল্যাবোরেটরিজ’ তথাকথিত ‘রক্তিম অক্টোবর’ নামক সুবিস্তৃত গুপ্তচর নেট-ওয়ার্ক আবিস্কার করেছে. পাঁচ বছর ধরে দুস্কৃতকারীরা হাতিয়েছে গোপন বাণিজ্যিক, কূটনৈতিক ও রাজনৈতিক তথ্যাবলী. বিশেষজ্ঞরা বোঝার চেষ্টা করছেন, যে এই চক্রের নিয়ন্ত্রণে কে বা কারা ছিল.