তিরিশটিরও বেশী সংজ্ঞাবহ ও সুদুর প্রসারিত অনুষ্ঠান তাতারস্থান রাজ্যে পবিত্র কোরান বছরের কর্মসূচীর মধ্যে করা হয়েছে. এই সম্বন্ধে কাজান শহরে রাজ্যের মুসলমানদের ধর্মীয় সভার সম্মেলনে বলা হয়েছে. আর ২০১২ সালকে তাতারস্থানে কোরান বত্সর বলে ঘোষণা করার কারণ হয়েছিল রাশিয়াতে ২২৫ বছর আগে প্রথম ছাপা কোরান প্রকাশের ঘটনা.