রাশিয়ার রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ সোমবার রাত্রে নয়া দিল্লীতে সরকারি সফরে এসে পৌঁছেছেন. মঙ্গলবার থেকেই রুশ দেশের প্রধান নয়া দিল্লী, আগ্রা, মুম্বাই ইত্যাদি জায়গায় সফর করবেন, যেখানে তিনি শুধু আলোচনাই নয়, বরং বিশ্বের একটি অন্যতম আশ্চর্য “তাজমহল” ও “ফিল্ম স্টুডিও বলিউড” দেখতেও যাবেন.