|
|
সিরিয়া বিরোধী পক্ষের তরফ থেকে জঙ্গীদের বন্দীদের গণহত্যা করা সিরিয়ার গৃহযুদ্ধে তাদের তরফ থেকে প্রধান কৌশলগত পদ্ধতিতে পরিণত হয়েছে. বিরোধী ও বৈপ্লবিক শক্তির জাতীয় জোটের নেতৃত্বের সদস্য আনিস আইরুট স্বীকার করেছে যে, তারা বর্তমানের প্রশাসনের বিরুদ্ধে নিরীহ জনগনের গণহত্যা করে নিজেদের লক্ষ্য পূরণ অর্থাত্ ভয়ের ভারসাম্য রক্ষা করতে চাইছে. যদিও বাশার আসাদের প্রশাসনকে কেউই কখনও বন্দী করা নিয়ে অভিযোগ করে নি.
এক টেলিফোনে কথাবার্তার পরে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রধানমন্ত্রী তৈপ এর্দোগান ঠিক করেছেন যে, তাঁরা রাশিয়া ও তুরস্কের সহযোগিতার নিয়ে সর্ব্বোচ্চ সভার অধিবেশনের সময়ে মস্কো শহরে হেমন্ত কালে দেখা করবেন.