গাজা অঞ্চলের অবরোধ বন্ধ করার প্রশ্নে “ হামাস ” সরকারের নেতা ইস্মাইল হানিয়া রাশিয়ার সমর্থন পাওয়ার আশা করছেন. তিনি একে অভিহিত করেন “ জনগণের প্রতি যৌথ শাস্তি, তাদের রাজনৈতিক নির্বাচনের জন্য ” . এ হল সমস্ত মানব অধিকার এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, বলেছেন হানিয়া রাশিয়ার “ নেজাভিসিমায়া গাজেতা ” পত্রিকাকে প্রদত্ত ইন্টারভিউতে.