রাশিয়ার বিমান নির্মাতারা নতুন ইল- ৪৭৬ বিমান প্রকল্পের উপরে কাজ শেষ করেছেন. এই বিষয়ে রাষ্ট্রপতিকে জানিয়েছেন শিল্পও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান দেনিস মান্তুরভ. বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে, এই বিমানের ভবিষ্যত খুবই উজ্জ্বল. বাস্তবে ইল- ৪৭৬ – এটা খুবই ভাল করে সারা পৃথিবীতে জানা সামরিক পরিবহনের উপযুক্ত ইল- ৭৬ বিমানেরই খুব গভীর রকমের আধুনিকীকরণের ফল. নতুন বিমান ইতিমধ্যেই একাধিকবার আকাশে উঠেছে.