মঙ্গলগ্রহ-যান “কিউরিওসিটি” লাল গ্রহের পৃষ্ঠভাগের প্রথম কিছু ছবি পৃথিবীতে পাঠিয়েছে. নাসা-তে জানানো হয়েছে যে, তা ঘটেছে আট মাস ব্যাপী মহাকাশযাত্রার পরে মঙ্গল গ্রহে নামার ঠিক পরেই, এ যাত্রা বাস্তবিকপক্ষে আন্দাজেই চালানো হয়েছে : আমাদের গ্রহ থেকে মঙ্গল গ্রহ এত দূরে অবস্থিত যে, বেতার তরঙ্গকে এ দূরত্ব অতিক্রম করতে প্রায় ১৪ মিনিট লাগে.