ইউরোসঙ্ঘ অর্থনৈতিক বৃদ্ধি ও কর্ম-নিয়োগে প্রেরণা দান সংক্রান্ত জরুরী ব্যবস্থা গ্রহণের জন্য প্রায় ১২ হাজার কোটি ইউরো সংগ্রহ করছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বলেছেন ইউরোপীয় পরিষদের সভাপতি হেরমান ভান রম্পেই. ইউরোপীয় বিনিয়োগ ব্যাঙ্কের ক্রেডিট সম্ভাবনা বাড়ানো হবে ৬ হাজার কোটি ইউরো.