×
South Asian Languages:
অর্থনীতি 22 নভেম্বর 2011
ইস্লামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস-সেক্রেটারি রামিন মেহমানপরস্ত ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যানাডা এবং গ্রেট-বৃটেনের নতুন নিষেধাজ্ঞাকে অফলপ্রসূ এবং অভিযোগাত্মক বলে অভিহিত করেছেন. তেহেরানে মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় তিনি বলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট-বৃটেনের আগেকার নিষেধাজ্ঞাও অফলপ্রসূ ছিল. এ দেশগুলির সাথে ইরানের বাণিজ্য এমনিতেই অতি নিম্ন পর্যায়ে ছিল, ব্যাখ্যা করে বলেন তিনি.
     বহু বছর ধরে রাশিয়ার বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের প্রক্রিয়া বর্তমানে শেষের কাছে এসে পৌঁছেছে. আশা করা হচ্ছে যে, ১৫- ১৭ ডিসেম্বর বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের বৈঠকেই রাশিয়ার এই সংস্থায় যোগদানের বিষয়টি সমর্থন করা হবে ও আগামী ২০১২ সালের মাঝামাঝি রাশিয়া বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশ হবে.
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন নতুন বাধানিষেধ প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামার বিবৃতিতে বলা হয়েছে য়ে, এ বাধানিষেধ ইস্লামিক প্রজাতন্ত্রের অর্থনীতির তৈল-রাসায়নিক এবং ব্যাঙ্ক শাখাকে স্পর্শ করবে. এই প্রথম বাধানিষেধ এ দেশের তৈল-রাসায়নিক শাখার প্রতি নির্দেশিত এবং এ শাখায় পণ্যদ্রব্য, সার্ভিস এবং প্রকৌশল প্রদান নিষেধ করে.
আফগানিস্তানে সরকার গ্যাসের দাম বাধ্যবাধক করার চেষ্টা করায় গৃহস্থালির জন্য ব্যবহৃত তরল গ্যাসের সংকট দেখা দিয়েছে. রিয়া নোভোস্তি সংবাদসংস্থা আজ এই সংবাদ জানিয়েছে. সংকটের উদ্ভব হয়েছে এই কারনে, যে আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী নোয়ার উলহক গ্যাসের খুচরো দাম বাধ্যবাধক করে দিয়েছেন(১ ডলার ৩৪ সেন্ট-১ কিলোগ্রাম)এবং বেশ কয়েকটি গ্যাস আমদানীকারী কোম্পানির কার্যকলাপ বন্ধ করে দিয়েছেন.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
নভেম্বর 2011
ঘটনার সূচী
নভেম্বর 2011
1
6
19
25
27