আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধানকে অবশ্যই ইউরোপের নাগরিক হতে হবে এই অলিখিত পুরনো হয়ে যাওয়া ঐতিহ্যের অবসান করা প্রয়োজন. এই বিষয়ে ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কার্যকরী প্রধানেরা মঙ্গলবারে ঘোষণা করেছেন. তাঁদের মতে, এই ধরনের মুখে না বলা অভ্যাস তহবিলের আইন সঙ্গত হওয়াকেই নষ্ট করে.