|
|
এবার নিয়ে এগারো নম্বর বার রাশিয়াতে শুরু হচ্ছে আন্তর্জাতিক বিমান মহাকাশ প্রদর্শনী. ম্যাক্স- ২০১৩ আশ্বাস দিয়েছে যে, এবারে এখানে অংশগ্রহণকারীর সংখ্যা হবে রেকর্ড সংখ্যক আর দর্শকরা অবাক হবেন এক বিরল উড়ানের প্রোগ্রাম দেখে.
ইতিমধ্যেই দুই দশক জুড়ে ম্যাক্স প্রদর্শনী হয়েছে খুবই জনপ্রিয় এক জায়গা, যেখানে বিমান নির্মাণ শিল্পের, ব্যবসার ও বিজ্ঞানের প্রতিনিধিরা একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন. এখানে বহু শত কোটির চুক্তি স্বাক্ষরিত হয়ে থাকে আর স্ট্র্যাটেজিক চরিত্রের আন্তর্জাতিক সমঝোতাও করা হয়ে থাকে. এই বছরে প্রদর্শনীর অংশগ্রহণকারী হবেন হাজারেরও বেশী কোম্পানী. তার মধ্যে একের তৃতীয়াংশ – বিদেশী কোম্পানী.
রাশিয়ার বিপর্যয় নিরসন মন্ত্রণালয়, মঙ্গলবারে সিরিয়াতে একটি বিমানে করে মানবিক সহায়তা পাঠিয়েছে, উল্টো পথে ফেরার সময়ে এই বিমানে করে ফিরে আসবেন সেই সব রুশ নাগরিক, যারা ফিরে আসতে চাইবে, এই বিষয়ে খবর দিয়েছেন মন্ত্রণালয়ের প্রতিনিধি ইরিনা রস্সিয়ুস.
দামাস্কাস প্রশাসনকে রাসায়নিক অস্ত্র প্রয়োগের দোষে অভিযুক্ত করে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীরা ‘জেনেভা-২’ সম্মেলন বয়কট করার কথা ঘোষণা করেছে. সিরিয়ার বিপ্লবী ও বিরোধী মোর্চার প্রধান বাদর জামুস প্রকাশ্যে এই ঘোষণা করেছেন.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে উপেক্ষা করে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরোভ।