|
|
পাঁচ বছর আগে জর্জ্জিয়ার সেনা বাহিনী দক্ষিণ অসেতিয়া রাষ্ট্রে অনুপ্রবেশ করেছিল ও রাশিয়ার শান্তিরক্ষক বাহিনীর ঘাঁটি আক্রমণ করেছিল. রাতের বেলায় করা এই আক্রমণে নিহত হয়েছিলেন বহু শত মানুষ ও কয়েক হাজার আহত হয়েছিলেন, রাষ্ট্রের রাজধানী স্খিনভাল ও সমস্ত এলাকা জুড়েই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল. দক্ষিণ অসেতিয়ার জনগনকে নিজেদের প্রতিরক্ষা বর্মের আড়ালে রেখে রাশিয়ার পক্ষ থেকে দেওয়া কঠোর ও উদ্দেশ্য করা নিয়ে প্রত্যাঘাতে জর্জ্জিয়ার সেনা বাহিনীকে নিজেদের এলাকাতে ঠেলে বার করে দেওয়া হয়েছিল. আর তার পরে কিছু সময় পরে বিশ্বের রাজনৈতিক মানচিত্রে উদয় হয়েছিল দুটি নতুন রাষ্ট্রের দক্ষিণ অসেতিয়া ও আবখাজিয়া.