এশিয়-প্রশান্ত মহাসাগরীয় পার্লামেন্ট ফোরামের ২১তম অধিবেশনে প্রথমবারের মত অংশ নিবে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন পার্লমেন্ট কাঠামো. আগামী ২৭ থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত ওই ফোরাম রাশিয়ার ভ্লাদিভস্তকে অনুষ্ঠিত হবে. এ বিষয়ে “রেডিও রাশিয়া”কে দেওয়া বিশেষ সাক্ষাতকারে বলেছেন ফেডারেল পরিষদের সহকারি সভাপতি ইলইয়াস উমহানোভ.