রাশিয়া ভারতের প্রতিরক্ষামন্ত্রককে আরও একপ্রস্থ ‘মি-১৭ভি-৫’ মার্কা সামরিক পরিবহন হেলিকপ্টার সরবরাহ করেছে. ২০০৮ সালে ৮০টি অনুরূপ হেলিকপ্টার কেনার জন্য স্বাক্ষরিত ‘রসঅবরনএক্সপোর্টে’র সাথে চুক্তির ভিত্তিতে এই সরবরাহ. চুক্তির অঙ্ক – ১৩৪ কোটি ডলার. চুক্তির শর্ত অনুযায়ী বাকি হেলিকপ্টারগুলি ২০১৩ সালে ভারতের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে রাশিয়ার ‘ভের্তোলোত রাসিয়ি’ কর্পোরেট হাউস.