রাশিয়ার উত্তরের ইয়াকুতিয়া রাজ্যে পাওয়া এক বিরল উদাহরণের জন্য এবারে ম্যামথ ক্লোন করা সম্ভব হবে. আন্তর্জাতিক জীবাশ্ম বিজ্ঞান অভিযানের এক দল বিজ্ঞানী, যাঁরা রাশিয়া ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, কোরিয়া, কানাডা, সুইডেন ও গ্রেট ব্রিটেন থেকে এসেছিলেন, তাঁরা এই প্রাগৈতিহাসিক জন্তুর দেহ খুঁজে পেয়েছেন, যাতে কিছু প্রত্যঙ্গ অটুট ছিল ও তার মধ্যে পেয়েছেন জীবন্ত কোষ.