×
South Asian Languages:
আমাদের সহযোগিতা, 13 জুন 2012
 “রেডিও রাশিয়ার” ডিজিট্যাল অডিও ব্রডকাস্টিং (ড্যাব) অনুষ্ঠান, যে তরঙ্গে এবার থেকে আমাদের শোনা যাবে, তার একটা উপস্থাপনা লন্ডনে ১২ই জুন রাশিয়ার দূতাবাসে করা হয়েছে. “লন্ডন থেকে “রেডিও রাশিয়া”” নামে এই অনুষ্ঠান এখন থেকে শোনা যাবে.  ২০১২ সালের ২৬শে মার্চ থেকে এই অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়েছে.
 চিনের পদক জয়ের জন্য কোনও আলাদা পরিকল্পনা নেই. প্রধান বিজয় ন, বরং অংশগ্রহণ, মনে করিয়ে দিয়েছেন গণ প্রজাতন্ত্রী চিনের অলিম্পিক কমিটির সভাপতি ল্যু পেন. অলিম্পিক গেমস – এটা সমস্ত যুব সমাজের জন্য উত্সব, বিভিন্ন দেশ সম্মিলিত দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার মঞ্চ, - উল্লেখ করেছেন ল্যু পেন.
রাশিয়া প্রজাতন্ত্রের পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ ১৩ই জুন ইরানে তাঁর সফরের সময়ে ইরানের পারমানবিক পরিকল্পনার সমস্যা নিয়ে ছয় মধ্যস্থতাকারী পক্ষের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন. রুশ পররাষ্ট্র দপ্তর থেকে যেমন জানানো হয়েছে যে, লাভরভ তাঁর সফরের সময়ে রাশিয়ার পক্ষ থেকে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগ নিয়েও আলোচনা করবেন, যে সম্মেলনের অংশগ্রহণকারীদের মধ্যে রাশিয়া ইরানকেও দেখতে চেয়েছে.
প্রধান হল অংশ নেওয়া – জেতা নয়! এই কথাগুলি ফরাসী ব্যারন পিয়ের দ্য কুবের্তেন, যিনি আধুনিক অলিম্পিকের পুনর্জন্মের ব্যবস্থা করেছিলেন, তিনি লন্ডনে ১৯০৮ সালের চতুর্থ অলিম্পিকের উদ্বোধনের সময়ে বলেছিলেন. তার পর থেকেই এই আহ্বান পরবর্তী সমস্ত অলিম্পিকের মূল বাণী হয়ে গিয়েছে.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30
জুন 2012
ঘটনার সূচী
জুন 2012
1
9
24