|
|
বিমানবাহী জাহাজ “অ্যাডমিরাল গর্শকভ” আধুনিকীকরণ ও হস্তান্তর করা নিয়ে ইতিহাস, যা বর্তমানে পরিবর্তিত হয়ে “বিক্রমাদিত্য” নাম হয়েছে, তা আমাদের বাধ্য করেছে রুশ প্রবাদ মনে করতে: “(পথনির্দেশ, মানচিত্র) কাগজ কলমে তো সবই মসৃণ ছিল, শুধু ভুলে গিয়েছিল খাদের কথা”. বাস্তবে যখন ২০০৪ সালে দুই পক্ষ “অ্যাডমিরাল গর্শকভ” নিয়ে চুক্তি স্বাক্ষর করেছিল. তখন বোধহয়, যেমন মস্কো শহরে, তেমনই দিল্লীতেও কেউই মনে করতে পারেন নি যে, এই আধুনিকীকরণের কাজের জন্য সময় লাগতে পারে দশ বছর. আর শুধু চুক্তির মেয়াদ লঙ্ঘণ ছাড়াও দুই দেশের সম্পর্কও এক দীর্ঘ সময়ের জন্য মলিন হয়েছিল অর্থ যোগানের অভাবে, চুক্তির মূল্য বৃদ্ধির কারণে আর বাড়তি পরিকল্পনার বাইরের কাজের জন্য.