ভারতের মধ্যপ্রদেশের কর্তৃপক্ষ নর্মদা নদীর এলাকায় পেলিওন্টোলজিক্যাল পার্ক খুলতে চান, লিখেছে সাহারা টাইম পত্রিকা. ন্যাশানাল পার্ক গঠনের পরিকল্পনা আছে সেই জায়গায়, যেখানে ডাইনোসরাসের শতাধিক শিলীভূত ডিম ও হাড় পাওয়া গেছে, যার বয়স সাড়ে ৬ কোটি বছরের উপর. পার্ক কবে খোলা হবে সে সম্পর্কে কর্তৃপক্ষ এখনও জানান নি.