|
|
সিরিয়াতে শান্তিপূর্ণ নিয়ন্ত্রণের জন্য “জেনেভা-২” সম্মেলনের তারিখ আবারও পিছিয়ে দেওয়া হল. এবারের দেরী করা জড়িত সেই কারণের সঙ্গে যে, মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী পক্ষকে একজোট করতে সক্ষম হয় নি ও তাদের আলোচনায় প্রবৃত্ত করতে পারে নি. তার ওপরে আবার সিরিয়ার বিরোধী পক্ষ ও আমেরিকা নিজেই চাইছে না যে, ইরান “জেনেভা-২” সম্মেলনে যোগ দিক.