গতকাল বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র আবার ইরানের বিরূদ্ধে নিষেধাজ্ঞার তালিকা সম্প্রসারন করেছে. নতুন বিধিনিষেধের শিকার হয়েছে সেদেশের গুপ্তচর ও নিরাপত্তা মন্ত্রণালয়. মার্কিনী বিদেশদপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নিউল্যান্ড বলেছেন, যে মন্ত্রণালয়ের বিরূদ্ধে বিধিনিষেধ আরোপ করার কারণ হল ইরানে মানবাধিকার লঙ্ঘনকারী বিভিন্ন ঘটনায় জড়িত থাকা, আল-কায়িদা, হেসবোল্লা ও হামাস সহ সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে মদত দেওয়া.