মিশরের সর্বোচ্চ সামরিক পরিষদ ইসলামি ‘মুসলমান ভাইয়েরা’ নামক পার্টির মোর্চা সরকার গঠণের প্রস্তাব বাতিল করে দিয়েছে. কায়রোয় ঐ রাজনৈতিক পার্টি প্রচারিত বিশেষ ঘোষণাপত্রে গতসন্ধ্যায় এই তথ্য জানানো হয়েছে. গতসপ্তাহে ‘মুসলমান ভাইয়েরা’ (৪৭% আসন সংসদের নিম্নকক্ষে) প্রস্তাব দিয়েছিল অন্য ইসলামি পার্টি ‘আন-নুরে’র (২৩% আসন) মোর্চা সরকার গঠণের.